Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পদ্মা নদীর পানি ব্যবহার করে কৃষিকাজের পাম্পসহ ৮১৬ মিটার বারিন্দ পাইপলাইন স্থাপন
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
৬ নং মাটিকাটা ইউনিয়ন পরিষদ
উপজেলাঃ গোদাগাড়ী, জেলাঃ রাজশাহী।

  দরপত্র নংঃ ০১/২০১৭                                                                                                                                                          

এতদ্বারা নিম্নলিখিত কার্য সম্পাদনের জন্য যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন দরপত্র দরদাতাদের নিকট হইতে পিপিএ ২০০৬ ও পিপিআর ২০০৮ (সংশোধনীসহ) এবং ইউপি ম্যানুয়েল ২০১২ মোতাবেক  নিম্নে বর্ণিত শর্তাধীনে সীলমোহরকৃত খামে অথবা অনলাইনে দরপত্র আহবান করা যাইতেছে।

মন্ত্রনালয়/ বিভাগ

স্থানীয় সরকার বিভাগ

এজেন্সি ও উন্নয়ন সহযোগী

ডাসকো-এসআরসি কনসোর্টিয়াম

প্রকল্প

সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা (আইডব্লিউআরএম) প্রকল্প।

প্রকিউরিং এনটিটির নাম

চেয়ারম্যান, ৬ নং মাটিকাটা ইউ,পি কার্যালয়, উপজেলাঃ গোদাগাড়ী, জেলাঃ রাজশাহী

প্রকিউরমেন্ট পদ্ধতি

OTM / RTM, PPA / ২০০৬ ও PPR ২০০৮ (সংশোধনীসহ) এবং ইউপি ম্যানুয়েল ২০১২ মোতাবেক 

দরপত্র আহবানের সুত্র ও তারিখ

স্মারক নং ৬৭/১৭ তারিখঃ ২৬/০৭/২০১৭ ইং

দরপত্র প্যাকেজের /প্রকল্পের নাম

পদ্মা নদীর পানি ব্যবহার করে কৃষিকাজের পাম্পসহ ৮১৬ মিটার বারিন্দ পাইপলাইন স্থাপন

অর্থায়নের উৎস

সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট আ্যান্ড কো-অপারেশন (এসডিসি)

দরপত্র বিক্রয়কারী, গ্রহনকারী ও খোলার অফিসের নাম ও ঠিকানা

চেয়ারম্যান, ৬ নং মাটিকাটা ইউ,পি কার্যালয়, উপজেলাঃ গোদাগাড়ী, জেলাঃ রাজশাহী

এখানে অনলাইনে সাবমিট করুন

১০

দরপত্র বিক্রয়ের শেষ তারিখ ও সময়

১০/০৮/২০১৭ ইং বিকাল  ৫-০০ ঘটিকা পর্যন্ত

১১

সরাসরি/অনলাইনে দরপত্র দাখিলের শেষ তারিখ ও সময়

১৩/০৮/২০১৭ ইং ইং দুপুর ১২-০০ ঘটিকা পর্যন্ত

১২

দরপত্র খোলার শেষ তারিখ ও সময়

১৩/০৮/২০১৭ ইং অপরাহ্ন ২-০০ ঘটিকা

১৩

বিশেষ নির্দেশনা

প্রকিউরিং এনটিটি কোন কারণ দর্শানো ছাড়াই যে কোন অথবা সকল দরপত্র বাতিল/ গ্রহণ করার ক্ষমতা সংরক্ষণ করেন।

 

মোঃ আলী আজম তৌহিদ

চেয়ারম্যান

৬ নং মাটিকাটা ইউ,পি কার্যালয়

উপজেলাঃ গোদাগাড়ী

জেলাঃ রাজশাহী

                                            মোবাইলঃ ০১৭২৯৭১৩১৩৩

 

দরপত্র দাখিলের নিয়মাবলীঃ

 

১। জিমেইল একাউন্টের মাধ্যমে সাইন করে দরপত্র দাখিল ফর্ম পূরণ করিতে হইবে;

 

২। আবেদনের করার জন্য ৫,৫০০/- (পাঁচ হাজার পাচশত টাকা) জনতা ব্যাংক, একাউন্ট নং ০১০০০৭৩৬১৭১৭৫ প্রেমতলী শাখা, গোদাগাড়ী, রাজশাহীতে জমাদান পূর্বক   আবেদন করিতে হইবে অন্যথায় আবেদন গৃহীত হইবে না।

 

৩। টেন্ডার সিকিউরিটির (Tender Security) জন্য ১,৩২,০০০/- টাকা (এক লক্ষ বত্রিশ হাজার)  যে কোন তফশিল ব্যাংক হইতে নিম্নস্বাক্ষর কারীর অনুকূলে ব্যাংক ড্রাফ্ট/পে-অর্ডার/সিডি’র বিবরণ সহ আবেদন করিতে হইবে এবং ঠিকাদার নির্বাচন শেষে নিম্ন সাক্ষরকারীর নিকট হইতে ব্যাংক ড্রাফ্ট/পে-অর্ডার/সিডি অবমুক্ত করে নিতে হবে।

 

৪। নির্বাচিত দরদাতাগণ দরপত্র দলিলের সাথে নিম্নলিখিত সত্যায়নকৃত কাগজপত্র আবশ্যিকভাবে সংযুক্ত করে দাখিল করিতে হইবেঃ

ক) হালনাগাদ আয়কর প্রদান সনদপত্র;                     ঙ) দরপত্র দলিল ক্রয়ের রশিদের সত্যায়িত ফটোকপি;
খ) হালনাগাদ সনের ট্রেড লাইসেন্স;                         চ) কাজের অভিজ্ঞতার সনদ;
গ) হালনাগাদ ভ্যাট নিবন্ধন সার্টিফিকেট;                    ছ) ব্যাংক সচ্ছলতার স্টেটমেন্ট।
ঘ) ঠিকাদারী লাইসেন্সের প্রমান পত্র;

 

৫। সর্বনিম্ন দরদাতা  একের অধিক হলে প্রকাশ্য লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা হবে । উক্ত লটারি ১৩/০৮/২০১৭ইং তারিখ রোজ রবিবার বিকাল ৪ঃ০০ ঘটিকায় অত্র ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হইবে, এবং মূল্যায়ন সমাপ্ত না হলে  প্রয়োজনে তা উক্ত দিনের পরবর্তী কার্যদিবসে লটারি অনুষ্ঠিত হইবে।

 

৬। অর্থ প্রাপ্তি সাপেক্ষে ঠিকাদারকে কার্যাদেশ ও বিল প্রদান করা হবে।

 

এখানে প্রাক্কলন ডাউনলোড করুন

 

দরপত্রের শর্তাবলী

 

নিম্নলিখিত সকল শর্তাবলী ভালভাবে পড়িয়া তদানুযায়ী যথাযথভাবে শর্ত মানিয়া দরপত্র দাখিল করিতে হইবে।

 

১) দরদাতার যোগ্যতাঃ

 

 কাজের নাম

পদ্মা নদীর পানি ব্যবহার করে কৃষিকাজের পাম্পসহ ৮১৬ মিটার বারিন্দ পাইপলাইন স্থাপন

ক) বিগত ০৫ আর্থিক বৎসরে দরদাতার গড় টার্ণওভার নিম্নলিখিত ছক মোতাবেক দাখিল করতে হইবে:

 খ) দরদাতাকে নিম্নলিখিত ছক মোতাবেক লিকুইড এ্যাসেট এর ক্রেডিট ফ্যাসিলিটিজ (ব্যাংক ম্যানেজার  এর স্বাক্ষর, ঠিকানা, অফিসিয়াল সিল ও অফিসিয়াল ফোন নম্বর উল্লেখ থাকতে হবে) অথবা কম্পিউটারাইজ ব্যাংক ষ্ট্যাটমেন্ট দাখিল করিতে হইবে।
১৮,০০,০০০/

 

২) নিম্নবর্নিত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি/প্রতিষ্ঠান দরপত্রে অংশ গ্রহণ করিতে পারিবেনঃ

 

ক) সংশ্লিষ্ট ও পার্শ্ববর্তী পৌরসভা/ইউনিয়ন পরিষদের ২০১৬/২০১৭ সনে তালিকাভূক্ত ঠিকাদার/ঠিকাদারী প্রতিষ্ঠান যাহাদের নিম্নবর্ণিত যোগ্যতা রহিয়াছে (লাইসেন্সের ফটোকপি ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে দরপত্রের সহিত সংযুক্ত করতে হবে)।

 

খ) বিএমডিএ/এলজিইডি/বিডব্লিউডিবি/জনস্বাস্থ্য প্রকৌশল অথিদপ্তরের ২০১৬/২০১৭ ইং সনে তালিকাভূক্ত/নবায়নকৃত/ক/গ-১ম-২য় ক্যাটাগরীর ঠিকাদার/ঠিকাদারী প্রতিষ্ঠান যাহাদের নিম্নবর্নিত যোগ্যতা রহিয়াছে (লাইসেন্সের ফটোকপি ১ম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে দরপত্রের সহিত সংযুক্ত করতে হবে।

 

গ) দরপত্রে  অংশগ্রহন করার যোগ্যতা (Eligibility) সাধারণ যোগ্যতা দলিলাদিঃ

 

  • ট্রেড লাইসেন্স।
  • ভ্যাট রেজিষ্ট্রেশন (ইউনিয়ন পরিষদের নতুন তালিকাভূক্ত ঠিকাদারদের ক্ষেত্রে যদি থাকে)।
  • আয় কর পরিচিতি নম্বর পত্র (TIN) (ইউনিয়ন পরিষদের নতুন তালিকাভূক্ত ঠিকাদারদের ক্ষেত্রে যদি থাকে)।
  • জাতীয়তা সার্টিফিকেট(পৌরসভা/ ইউনিয়ন পরিষদ/সিটি কর্রোপরেশন চেয়ারম্যান/ কমিশনার কর্তৃক সত্যায়িত)।
  • ব্যবসায়িক প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা।
  • হালনাগাদ আয়কর ও মূল্য সংযোজন কর(মূসক) পরিশোধের সনদপত্র (ইউনিয়ন পরিষদের নতুন তালিকাভূক্ত ঠিকাদারদের ক্ষেত্রে যদি থাকে)
  • দেশের প্রচলিত কোন আইন দ্বারা চুক্তি সম্পাদনে অযোগ্য নন এইমর্মে অঙ্গীকার নামা।

 

৩) উল্লেখিত কাজের জন্য সর্বশেষ বিক্রয়ের দিন অর্থাৎ ১০/০৮/১৭ ইং তারিখ অফিস চলাকালীন সময়ের পর হইতে আর কোন দরপত্র দলিল বিক্রয় করা হইবে না।

 

৪) নির্ধারিত পরিমান টেন্ডার সিকিউরিটির(Tender Security) টাকা যে কোন তফশিল ব্যাংক হইতে নিম্ন স্বাক্ষর কারীর অনুকূলে ব্যাংকড্রাফ্ট/পে-অর্ডার/সি ডি আকারে দরপত্রের সাথে সংযুক্ত করিতে হইবে।

 

৫) যদি কোন দরপত্রের সাথে নির্ধারিত পরিমান টেন্ডার সিকিউরিটি(Tender Security সংযুক্ত না থাকে তবে উক্ত দরপত্রটি সরাসরি বাতিল বলে গণ্য হবে।

 

৬) শুধুমাত্র দরদাতা/দরদাতা প্রতিষ্ঠানের মালিক নিজে দরপত্র দলিল যথাযথ ভাবে পূরণ করিবেন এবং দরপত্রের সাথে সংযোযিত প্রয়োজনীয় কাগজ পত্র সহ দরপত্র সংক্রান্ত আনুসাংগিক সকল কাগজ পত্রাদি স্বাক্ষর করিবেন। মনোনিত ব্যক্তির স্বাক্ষর গ্রহন যোগ্য হইবেনা।

 

৭) দরপত্র, নোটিশ,দরপত্রের শর্তাবলী, Schedule of work and specification, design, plan এবং অন্যান্য শর্তাবলী অনুসরন কারিয়া দরপত্র দাখিল করিতে হইবে। দরপত্রের সকল কাগজ পত্র যথা দরপত্র নোটিশ, দরপত্রের শর্তাবলী, Schedule of work and specification, design, plan, সনদ পত্র, সার্টিফিকেট, লাইসেন্স মালিক/ প্রতিষ্ঠানের ব্রুসিউর, প্রতিবেদন ইত্যাদি দরপত্র ডকুমেন্ট এর অংশ হিসেবে বিবেচিত হইবে এবং কাজ বাস্তবায়নে শর্ত হিসেবে গন্য করা হইবে এবং দাখিলকৃত প্রতিটি কাগজপত্র/ দলিল পত্রে দর দাতার স্বাক্ষর থাকিতে হইবে।

 

৮) বর্তমানে বলবৎ সকল প্রকার কর (ভ্যাট সহ) মালামালের মূল্য,শ্রমিক মূল্য, পরিবহন,প্রযোজ্য ক্ষেত্রে মালামাল টেস্ট করা বাবদ খরচ ইত্যাদি অন্তর্ভূক্ত। পরিস্কার ও নির্ভূলভাবে স্পষ্ট অক্ষরে নির্ধারিত স্থানে অংকে ও কথায় শতকরা (%) দর উল্লেখ্য করিতে হইবে। উদ্বৃত্ত দরের মুছিয়া ফেলা অস্পস্টতা বা ঘষাঘসি গ্রহনযোগ্য নয় । উদ্বৃত্ত দর কেটে শুদ্ধ করিলে উক্ত স্থানে দর দাতাকে অনূস্বাক্ষর করিতে হইবে।

 

৯) ঠিকাদার/ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক ফর্মের শূন্যস্থান উদ্বৃত্ত শতকরা (%) দর অংকে ও কথায গড়মিল দেখা গেলে কথায় লিখিত একক দরকে সঠিক বলিয়া গন্য করা হইবে। উদ্বৃত্ত দরকে সঠিক ধরিয়া মোট মূল্য নির্ধারন করা হইবে এবং সেই মোতাবেক দরপত্র মূল্যায়ন করা হইবে।

 

১০) প্রাক্কলিত ব্যয়ের ঠিকাদার/ঠিকাদারী সমদর/নিম্নদরে  দরপত্র দাখিল করিতে পারিবে।

 

১১) PPA ২০০৬ ও PPR ২০০৮(২০০৯ এর সংশোধনীসহ)এবং ইউপি ম্যানুয়েল ২০১২ এর সকল বিধি বিধান/শর্তাবলী ঠিকাদারের উপর প্রযোজ্য হইবে।

 

১২) দরপত্র খোলা তারিখ হইতে পরবর্তী ১২০ দিন পর্যন্তু দাখিলকৃত দরপত্র বলবৎ থাকিবে।

 

১৩) দরপত্র বহাল থাকার শেষ তারিখ হইতে পরবর্তী সর্বাধিক ২৮(আঠাশ) দিন পর্যন্তু বায়নার টাকা বহাল থাকিবে।

 

১৪) সর্বনিম্ন দর দাতাকে তাহার দেয় দরের ১০% performance security ব্যাংক ড্রাফট আকারে নিম্ন স্বাক্ষকারীর অনূকূলে অত্র কার্য্যালয়ে জমা দিতে হইবে। পত্র ইস্যূ ১০(দশ) দিনের মধ্যে performance security/irrecoverable Bank Guarantee আকারে জমা না দিলে  কার্যাদেশ প্রদান করা সম্ভব হইবে না। দাখিল কৃত দরপত্র বাতিল সহ দাখিল কৃত বায়নার টাকা বাজেয়াপ্ত হইয়া যাইবে।

 

১৫) দাখিল কৃত দরপত্র বাতিল সহ দাখিল কৃত বায়নার টাকা নিম্নবনির্ত ক্ষেত্রে বাজেয়াপ্ত করা যাইবেঃ

  • যদি দরপত্র দাতা  দরপত্র খোলার পর দরপত্র বৈধ থাকার সময়ের মধ্যে দরপত্র প্রত্যাহার করেন।
  • নযদি দরপত্রদাতা দাখিল কৃত দরপত্রটি নিজের বলে অস্বীকার করেন।
  • যদি নির্বাচিত দরদাতা performance security প্রদানে ব্যর্থ হন।
  • যদি নির্বাচিত দরদাতা নির্দিষ্ট সময়ের মধ্যে ঠিকাচুক্তি সম্পাদনে ব্যর্থ হন।
  • যদি দরপত্র দাতা দরপত্র মূল্যায়ন কালে কোন গানিতিক ত্রুটির কারণে দরপত্র মূল্যের হের ফের হয়, সেকারণে অতিরিক্ত performance security প্রদান করিতে অস্বীকার করেন।

 

১৬) নিম্নলিখিত কারণে যেকোন টেন্ডার সরাসরি বাতিল বলিয়া গন্য হইবেঃ

  • যদি দরদাতা তার প্রয়োজনীয় প্রমানের নিমিত্তে দাখিল কৃত দলিল পত্রাদি যথেষ্ট না হয়।
  • যদি দরপত্র দাতা তার দাখিল কৃত দরপত্রের গানিতিক ত্রুটি সংশোধন গ্রহন করিতে অস্বীকার করে।
  • দরপত্রটি যদি Substantially Responsive না হয়।
  • যদি কোন দরদাতা দরপত্রে শর্ত আরোপ করেন।
  • যদি দরপত্রের সাথে নির্ধারিত পরিমান টেন্ডার সিকিউরিটি (performance security)সংযুক্ত না থাকে।

 

১৭) নিম্নলিখিত কারণে সকল দরপত্র বাতিলের প্রস্তাব করা যাইবেঃ

  • যদি দাখিল কৃত কোন দরপত্রই Responsive না হয়।
  • যদি যথেষ্ট প্রতিযোগীতা না হওয়ার প্রমান পাওয়া যায়।
  • যদি প্রাপ্ত দরপত্র সমূহ অনুমোদিত প্রাক্কলিত দর অপেক্ষা উল্লেখ যোগ্য ভাবে (Substantially) বেশী প্রতিয়মান হয়।

 

১৮) টেন্ডার আহবান কারী কর্তৃপক্ষ দরপত্র দলিলের শেষ সময় সীমার পূর্বেই যদি টেন্ডার বাতিল করেন, সে ক্ষেত্রে দাখিলকৃত দরপত্র সীল গালা অবস্থায় সংশ্লিষ্ঠ দরপত্র দাতার নিকট ফেরত পাঠানো হইবে। এজন্য কোন প্রকার ক্ষতি পূরণ দেওয়া হইবে না।

 

১৯) দরপত্র দাখিলের পর কোন ভাবেই কোন দরপত্র দাতার সাথেই কোন ধরনের নেগোসিয়েশন করা হইবে না এবং কোন দরদাতাকে কাজ প্রদানের শর্ত হিসাবে টেন্ডার দলীলে  উদ্বিৃত নেই এমন দায়িত্ব পালন, টেন্ডার কৃত মূল্য কমানো বা অন্য ভাবে দরপত্র পরিবর্তন করার জন্য বলা যাইবে না।

 

২০) যদি সর্বনিম্ন দরে একাধিক দরপত্র পাওয়া যায় সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট ও পার্শ্ববর্তী ইউনিয়ন পরিষদের তালিকাভূক্ত ঠিকাদার অথবা সংশ্লিষ্ট জেলায় বিএমডিএ/এলজিইডি/বিডব্লিউডিবি/জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যে কোন ঠিকাদারের কার্য সম্পাদনের অধিকতর ভালো পূর্ব রেকর্ড রহিয়াছে তাহাকে ঠিকাদার হিসাবে নির্বাচন করিতে হইবে। যদি তাহাদের কারো সেখানে কোন কাজের পূর্ব অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে অন্য কোথায় একই ধরণের সন্তোস জনক কাজে যার পূর্ব অভিজ্ঞতা অধিক তাকেই ঠিকাদার হিসাবে নির্বাচন করিতে হইবে। যদি সকল ঠিকাদারের কার্য সম্পাদনের অধিকতর ভালো পূর্ব রেকর্ড থাকে সেক্ষেত্রে লটারীর মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা যাইবে ।

 

২১) Tender validity period অতিক্রান্ত হওয়ার পূর্বে দরপত্র আহবান কারী কর্তৃপক্ষ(Procuring Entity)নির্বাচিত দরপত্র দাতাকে লিখিত ভাবে দরপত্রের বিষয় অবিহিত করিবেন। তিনি উক্ত নোটিফিকেটেশনে পরিস্কার ভাবে প্রস্তাবিত চুক্তির মূল্য (performance security) এর পরিমান, যা চুক্তিমূল্যের ১০% হইবে ও যার টেন্ডার আহবান কারীর অনুকূলে Pay order/ Bank draft/ irrecoverable Bank Guarantee  আকারে প্রদান করিতে হইবে এবং চুক্তি সমপাদনের সর্ব শেষ সময়, যা অবশ্যই চিঠি জারীর ১০(দশ) দিনের বেশী হইবে না, উল্লেখ পুর্ব নির্বাচিত দরদাতাকে জানাইবেন। সংশ্লিষ্ট সকলপক্ষ দরপত্র দলিল ও সকল সম্মত বিষয় ও শর্ত মালা স্বাক্ষরের সাথে সাথে ঠিকা চুক্তি কার্যকরী হইবে।

 

২২) টেন্ডার আহবান কারী কর্তৃপক্ষ এর সুপারিশ অনুযায়ী Head of procuring entity বা তার ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা অনুমোদন ক্রমে দরপত্র অনুমোদনের পূর্বে At any time prior to their acceptance সকল দরপত্র বাতিল করতে পারেন।

 

২৩) সন্তোষজনক ভাবে কাজ সম্পাদনের পর সম্পাদিত কাজের বিলের সর্বমোট অংকের ১০% (শত করা দশ ভাগ) টাকা নিরাপত্তা জামানত হিসাবে জমা রাখা হইবে। ঠিকাদার ইচ্ছা করিলে তার দাখিল কৃত (performance security) কে জামানত হিসাবে রাখিতে পারিবেন। যে ভাবে জামানত ধার্য হোক না কেন পরবর্তীতে কাজে কোন ত্রুটি না পাওয়া গেলে কাজ সমাপ্তি তারিখ হইতে ৬(ছয়) মাস পর সংশ্লিষ্ট কর্মকর্তার সুপারিশের প্রেক্ষিতে উক্ত জামানত ফেরত প্রদান করা হইবে।

 

২৪) কাজ সমাপ্তির ছয় মাস পর পুনরায় উৎসটির কোন প্রকার মেরামতযোগ্য কাজ থাকলে তা সম্পন্ন হওয়ার পর  যাবতীয় কাজ স¤পন্ন করিতে হইবে। উক্ত কাজ সন্তোষজনকভাবে সম্পাদন না করিলে ঠিকাদারের জামানতের অর্থ ফেরত প্রদান করা হইবেনা।

 

২৫) জামানত থাকাকালীন সময়ে সম্পাদিত কাজে কোন ত্রটি দেখা দিলে  ঠিকাদার  নিজ ব্যয়ে উক্ত ত্রুটি সারানোর ব্যবস্থাা  করিবেন, ব্যর্থতায় ঠিকাদরের জামানত   বাজেয়াপ্ত  করে কর্তৃপক্ষ  তার সুবিধাজনক  উপায়ে  ক্রটি সারানোর ব্যবস্থা   নিবেন ।

 

২৬) দরপত্র  ফরমের সহিত সংযুক্ত সিডিউলে দফাওয়ারী  দর উল্লেখ করিতে হইবে এবং দর অবশ্য্ই  তফসিলে উল্লেখিত দফায় প্রয়োজনীয় সমস্ত দফতরীয় মালামালের মূল্য, শ্রম, পরিবহন ব্যয় ও দেয় কর সহ উল্লেখ করিতে হইবে। দরপত্র দলিলে প্রতি পৃষ্ঠায়  ঠিকাদারের স্বাক্ষও না থাকিলে   দরপত্র বাতিল বলিয়া গন্য হইবে ।

 

২৭) সরকারী সময় মাফিক  রাজস্ব  বোর্ডের সর্বশেয নির্দেশ মোতাবেক  ঠিকাদারের বিল হ্ইতে যথারীতি আয়কর ও ভ্যাট কর্তন করা হইবে।

 

২৮) অপ্রত্যাশিত কোন কারনে কার্যাদেশ ইস্যূ বিলম্ব হইলে,এ ব্যপারে ঠিকাদারের কোন আপত্তি গ্রহন যোগ্য হইবে না।

 

২৯) সিডিউল বা দরপত্রের কাগজ কোন রূপ গড় মিল/ ত্রুটি পরিলক্ষিত  হইলে নিম্ন স্বাক্ষর কারীর সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গন্য হইবে। এ ব্যপারে ঠিকাদারের কোন আপত্তি গ্রহন যোগ্য হইবে না ।

 

৩০) তহবিল প্রাপ্তির সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে ঠিকাদারের বিল পরিশোধ করা হইবে। তহবিল ব্যাতিরকে ঠিকাদারের বিল পরিশোধ হইবে না। এ ব্যাপারে সময়ের প্রয়োজন হলে ঠিকাদারের কোন আপত্তি বা অতিরিক্ত মাশুল দাবি গ্রহন যোগ্য হইবে না

 

৩১) দরপত্র সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহনের পূর্বে দরপত্রের সাথে সংযুক্ত Tender Security ফেরত প্রদান করা হইবে না।

 

৩২) জের সাথে গ্রাম পরিবর্তন করা হইলে ঠিকাদারকে তার অনুমোদিত দরে পরিবর্তিত এলাকায় কাজ সম্পাদন করিতে হইবে এবং এ জন্য কোন প্রকার বাড়তি দাবি গ্রহন যোগ্য হইবে না।

 

৩৩) দাখিলকৃত দরপত্রের অনুকূলে ঠিকাদারকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সহিত ৩০০/- টাকার Non Judicial Stamp এ চুক্তিপত্র হিসাবে স্বাক্ষর করিতে হইবে।(Non Judicial Stamp) ক্রয়ের যাবতীয় খরচ ঠিকাদারকে বহন করতে হবে)।

 

৩৪) ঠিকা চূক্তি সম্পাদন/ কার্যাদেশ প্রাপ্তির পর অবশ্যই ১৫ দিনের মধ্যে মালামালের বর্ণিত বিনির্দেশ (Speceimen) মোতাবেক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গোডাউন ঘরে অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সম্মতিক্রমে তালিকা মোতাবেক সরাসরি ব্যবহারকারী প্রতিনিধির বাড়িতে মালামাল জমা করণ সহ কাজ সমাপ্তির জন্য প্রদত্ত সময়ের সমানুপাতে যদি ঠিকাদার সন্তোষজনক অগ্রগতি প্রদর্শনে ব্যর্থ হন তবে কাজটি বাতিল করে তার(performance security)বাজেয়াপ্ত করা হইবে।

 

৩৫) সরকারী রেজিষ্টেশন ছাড়া কোন পাওয়ার  অব এ্যটর্নি গ্রহন যোগ্য হইবে না।

 

৩৬) পদ্মা নদীর পানি ব্যবহার করে কৃষি কাজের পাম্পসহ ৮১৬ মিটার বারিন্দ পাইপ লাইন স্থাপনে  ইউ.পি কর্তৃক অনুমোদন সংক্রান্ত রেজুলেশন ও উপজেলা কর্তৃক প্রদত্ত এনওসি পাওয়ার পর ঠিকাদার উক্ত প্রকল্পের কাজ শুরু করতে পারবেন। কাজ সমাপ্তিকালীন মাপজোক করত ঠিকাদারকে বিল প্রদান করা যাইবে।

 

৩৭) প্রকল্পের নিয়ামুনাযায়ী প্রতিটি স্কীমের প্রাক্কলিত মূল্যের একটি অংশ ব্যবহারকারীগণ প্রদান করিবে তাই ব্যবহারকারীগণের প্রদানকৃত অর্থ প্রাপ্তির উপর ভিত্তি করে নির্বাচিত ঠিকাধারগণকে কার্যাদেশ প্রদান করা হইবে যদি ব্যবহারকারীগণ অর্থ প্রদান করিতে ব্যর্থ হয় তাহলে নির্বাচিত ঠিকাধারগণকে কার্যাদেশ প্রদান করা হইবে না  এবং অর্থ প্রাপ্তির উপর ভিত্তি করে স্কীমের সংখ্যা কম/ বেশী হইতে পারে। কার্যাদেশ প্রাপ্তির ১২০ দিনের মধ্যে ঠিকাধারকে যাবতীয় কার্য সম্পাদন করিতে হইবে।

 

৩৮) কাজ শুরুর আগে নিম্ন বর্ণিত বিনির্দেশ(Speceimen)মোতাবেক মালামাল জমা দিতে হইবে ।

 

৩৯) নিম্ন স্বাক্ষরকারী সর্বনিম্ন দর গ্রহনে বাধ্য নহেন এবং কোন কারণ দর্শানো ব্যাতিরেকে যে কোন/সকল দরপত্র বাতিল করার ক্ষমতা সংরক্ষন করেন। শর্তাবলীতে সম্মতি প্রদানের নির্দেশ স্বরুপ দরদাতা নিম্নে স্বাক্ষর করিয়া দরপত্র দাখিল করিবেন । এই দরপত্র বিজ্ঞপ্তি দরপত্র দলিলের অংশ হিসাবে গণ্য হইবে। উপরে বর্ণিত ১ হইতে ৩৮ নং শর্তগুলি পূরণ না করা হলে দরপত্র টি বাতিল করা যাইতে পারে ।

 

 

মোঃ আলী আজম তৌহিদ

চেয়ারম্যান

৬ নং মাটিকাটা ইউ,পি কার্যালয়,

উপজেলাঃ গোদাগাড়ী, জেলাঃ রাজশাহী

মোবাইলঃ ০১৭২৯৭১৩৪৩৩

 

স্মারক ৬৭/১৭            তারিখঃ২৬/০৭/২০১৭ইং।

সদয় অবগতি এবং ব্যাপক প্রচারের জন্য অনুলিপি প্রেরন করা হইলঃ

১.প্রশাসক, জেলা পরিষদ, রাজশহী।

২.জেলা প্রশাসক, রাজশহী।

৩.উপজেলা চেয়ারম্যান, উপজেলাঃ গোদাগাড়ী জেলাঃ রাজশহী।

৪.নির্বাহী প্রকৌশলী, এলজিইডি/বিএমডিএ/বিডব্লিউডিবি/ডিপিএইচই, জেলাঃ রাজশহী।

৫.উপজেলা নির্বাহী অফিসার, উপজেলাঃ গোদাগাড়ী জেলাঃ রাজশহী।

৬.উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলাঃ গোদাগাড়ী জেলাঃ রাজশহী।

৭.উপ-সহকারী প্রকৌশলী, এলজিইডি/ বিএমডিএ/বিডব্লিউডিবি/ ডিপিএইচই, উপজেলাঃ গোদাগাড়ী জেলাঃ রাজশহী।

৮.প্রকল্প সমন্বয়ক, ডাসকো-এসআরসি কনসোর্টিয়াম-আইডব্লিঅউআরএম প্রকল্প, জেলাঃ রাজশহী।

৯.নোটিশ বোর্ড, ৬ নং মাটিকাটা ইউনিয়ন পরিষদ, উপজেলাঃ গোদাগাড়ী, জেলাঃরাজশহী/।  

 

মোঃ আলী আজম তৌহিদ

চেয়ারম্যান

৬ নং মাটিকাটা ইউ,পি কার্যালয়,

উপজেলাঃ গোদাগাড়ী, জেলাঃ রাজশাহী

মোবাইলঃ ০১৭২৯৭১৩৪৩৩

প্রকাশের তারিখ
27/07/2017
আর্কাইভ তারিখ
13/08/2017